গণভোটের সিদ্ধান্ত আসছে শিগগিরই: আসিফ নজরুল
dailybangla
30th Oct 2025 6:15 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র মতবিরোধ থাকলেও প্রধান উপদেষ্টা খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। তিনি বলেন, ভোটের পরিবেশ ঠিক রাখা শুধু সরকারের নয়, দলগুলোরও দায়িত্ব।
ড. আসিফ নজরুল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে বলেন, প্রায় ২৭০ দিন আলোচনার পরও রাজনৈতিক দলগুলো গণভোট নিয়ে একমত হয়নি।
আগে বিষয়বস্তু নিয়ে দ্বন্দ্ব ছিল, এখন ভোটের পদ্ধতি নিয়েই মতভেদ দেখা দিয়েছে। কিছু দল উত্তেজিত মনোভাবও প্রকাশ করছে।
তিনি বলেন, “কোনো রাজনৈতিক দল যদি একপক্ষে তাদের সিদ্ধান্ত চাপিয়ে দেয়, তাহলে জুলাইয়ের চেতনা কোথায় থাকবে? যে যা বলুক, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে।”
বিআলো/শিলি



