ঝালকাঠিতে দুই বিচারকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
মনিরুজ্জামান মনির, ঝালকাঠি: ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির উদ্যোগে জেলার দুইজন সম্মানিত বিচারককে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বিদায় সংবর্ধিত হন—বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম এবং বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন।
সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. নাসিমুল হাসান। সংবর্ধনা অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ, বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা বিদায়ী দুই বিচারকের কর্মজীবনের সাফল্য ও মানবিক ভূমিকার প্রশংসা করেন এবং তাঁদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন।
বিআলো/ইমরান



