স্ত্রীর খ্রিষ্টধর্ম গ্রহণের আশাবাদ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের
আর্ন্তজাতিক ডেস্ক: হিন্দু সংস্কৃতিতে বেড়ে ওঠা স্ত্রী উষা ভ্যান্স একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন- এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
তিনি বলেন, ধর্ম গ্রহণ ব্যক্তিগত বিষয় হলেও স্ত্রীর খ্রিষ্টের বাণীতে আস্থা জন্মাবে বলে তাঁর বিশ্বাস।
যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে যুব সংগঠন ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’-এর এক অনুষ্ঠানে বক্তৃতার সময় স্ত্রী উষা ভ্যান্সের ধর্মীয় বিশ্বাস প্রসঙ্গে কথা বলেন জেডি ভ্যান্স।
অনুষ্ঠানস্থলের দর্শকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, উষা এখন নিয়মিত তাঁর সঙ্গে গির্জায় যান এবং এভাবেই একসময় খ্রিষ্টীয় বিশ্বাসের প্রভাব তাঁর মধ্যে গভীর হতে পারে।
ভ্যান্স বলেন, “আমি চাই উষা একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করুক। কারণ আমি গস্পেলের প্রতি বিশ্বাসী। তবে এটি সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত।”
তিনি আরও উল্লেখ করেন, “ঈশ্বর মানুষকে স্বাধীন ইচ্ছা দিয়েছেন, তাই কাউকে ধর্ম গ্রহণে বাধ্য করার প্রশ্নই আসে না। বিষয়টি পরিবার ও কাছের মানুষের মধ্যে আলোচনা সাপেক্ষ।”
২০১৯ সালে ক্যাথলিক ধর্মে দীক্ষা নেন রিপাবলিকান এই নেতা। জানান, স্ত্রীর সঙ্গে পরিচয়ের সময় তিনি নিজেকে নাস্তিক বা সংশয়বাদী হিসেবে ভাবতেন। বর্তমানে তাদের সন্তানরা খ্রিষ্টীয় শিক্ষায় বেড়ে উঠছে এবং খ্রিষ্টান স্কুলে পড়াশোনা করছে।
বিআলো/শিলি







 
                            
                         
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                
 
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                            
