• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সাকিব ব্যানারে চাপা টানাপোড়েন, শেষে বিসিবির সাফাই 

     dailybangla 
    31st Oct 2025 9:32 am  |  অনলাইন সংস্করণ

    স্পোর্টস ডেস্ক: সাকিব আল হাসানকে ঘিরে সমর্থকদের ব্যানার নিয়ে স্টেডিয়ামে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগের পর অবশেষে অবস্থান পরিষ্কার করল বিসিবি।

    বোর্ড দাবি করেছে- এমন কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি, বরং ভবিষ্যতে নিরাপত্তা জটিলতা এড়াতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হবে।

    চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে গ্যালারিকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে সাকিব আল হাসান।

    স্টেডিয়ামে তাঁর নাম ও ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে ঢোকার সময় একাধিক সমর্থক বাধার মুখে পড়েন বলে অভিযোগ উঠে। গ্যালারিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে, সংঘর্ষের ঘটনাও ঘটে। সেই ঘটনার জের ধরে ছয়জনকে আটক করে পুলিশ; পরে তিনজনকে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়, বাকিদের আদালতের নির্দেশে পাঠানো হয় কারাগারে।

    এই পরিস্থিতির পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে- সাকিবকে নিয়ে কি নীরব নিষেধাজ্ঞা চলছে? বিসিবির পক্ষ থেকে এবার সেই জল্পনা উড়িয়ে দেওয়া হলো।

    বোর্ড পরিচালক নাজমূল আবেদীন ফাহিম বলেন, “সাকিব দেশের জনপ্রিয় ক্রিকেটার। তাঁর ছবি নিয়ে স্টেডিয়ামে আসায় কোনো বাধা থাকার প্রশ্নই আসে না।”

    বিসিবি পরিচালক ইফতেখার মিঠু জানান, ব্যানার ইস্যুতে বোর্ড কখনো নিষেধাজ্ঞা দেয়নি। তবে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলো বিবেচনায় নিয়ে নিরাপত্তা বিভাগকে যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হবে। একই মত প্রকাশ করেন পরিচালক সাখাওয়াত হোসেনও।

    এক বছরের বেশি সময় ধরে দেশে না থাকা সাকিবকে ঘিরে সমর্থকদের আবেগ এর মধ্যেও অটুট। তবে মাঠের বাইরের বাস্তবতায় সৃষ্টি হওয়া পরিস্থিতি বিসিবিকে এবার প্রকাশ্যে অবস্থান জানাতে বাধ্য করল।

    সাকিবকে ঘিরে আলোচনা নতুন নয়। তবে ব্যানার ইস্যুতে সমর্থকদের সঙ্গে নিরাপত্তা সদস্যদের টানাপোড়েন পরিস্থিতিকে অন্য মাত্রা দিয়েছে। বিসিবির এই ব্যাখ্যা পরিস্থিতি শান্ত করতে কতটা কার্যকর হয়- এখন সেটাই দেখার বিষয়।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031