• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সকল উপজেলায় সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হবে: নাহিদ ইজাহার খান 

     dailybangla 
    25th Jun 2024 9:27 pm  |  অনলাইন সংস্করণ

    সংসদ প্রতিবেদক: সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান জানিয়েছেন, দেশের সকল উপজেলায় ‘উপজেলা সাংস্কৃতিক কেন্দ্র’ নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে। তিনি গতকাল মঙ্গলবার সংসদে টেবিলে উপস্থাপিত সরকারি দলের সদস্য নিলুফার আনজুমের এক লিখিত প্রশ্নের জবাবে জানান, ১ম পর্যায়ে ২৩টি উপজেলা সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের বিষয়ে সমীক্ষা কার্যক্রম সম্পন্ন করার পর ডিপিপি প্রণয়নের কাজ চলছে। প্রকল্পটি অনুমোদিত হলে ১ম পর্যায়ে ২৩টি উপজেলায় এবং পরবর্তীতে দেশের সকল উপজেলায় উপজেলা সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।

    নাহিদ ইজহার খান বলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ২০২৩-২০২৪ অর্থবছরে পরিচালন খাতে প্রাপ্ত বাজেট ৪৩৬ কোটি ৭৭ লাখ টাকা এবং উন্নয়ন বাজেট ২৬২ কোটি ৮ লাখ টাকাসহ মোট ৬৯৮ কোটি ৮৫ লাখ টাকা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে সংশোধিত বাজেটে পরিচালন খাতে প্রাপ্ত ৪১৬ কোটি ১২ লাখ ৫৬ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ৩৪৮ কোটি ৪০ লাখ টাকাসহ মোট ৭৬৪ কোটি ১৬ লাখ ৫৬ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031