• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    কৃষি ও আইসিটিতে বিনিয়োগ করুন: সমবায় প্রতিমন্ত্রী 

     dailybangla 
    28th Jun 2024 6:42 pm  |  অনলাইন সংস্করণ

    মঈন মাহমুদ: বাংলাদেশের ক্রেডিট ইউনিয়নের শীর্ষ সংগঠন ‘দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের লীগ অব বাংলাদেশ লিমিটেড (কাল্ব) এর ৩৭ তম বার্ষিক সাধারণ সভা আজ ২৮ জুন ঢাকার আগারগাঁওস্থ সমবায় অধিদপ্তরের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মোঃ আব্দুল ওয়াদুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

    সমবায়ীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা আইসিটিতে বিনিয়োগ করুন, কারণ আমাদের গ্রামেগঞ্জে অনেক শিক্ষিত যুবক-যুবতীরা আছে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানও তাদের জন্য কাজ করছে।

    তিনি বলেন, ‘কৃষি হচ্ছে আমাদের মূল গন্তব্য। আমাদের জিডিপিতে এখনো ৪৪-৪৫ শতাংশ কৃষি আয় থেকে আসে। পল্লী উন্নয়ন ও সমবায়ও জিডিপিতে ২% সহায়তা করছে। এর পরিমাণ আমরা আরো বাড়াতে চাই, এক্ষেত্রে আপনাদের মতো সমবায়ী ভাইবোনদের সহায়তা দরকার।’ তিনি গ্রামের অনেক নিরন্ন-অসহায় নারীদের কল্যাণে সমবায়ীদের ভূমিকার কথা উল্লেখ করে তাদের পাশে আরো বেশি সেবা নিয়ে যাবার আহ্বান জানান।

    প্রতিমন্ত্রী বলেন, ‘আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করবেন যে কোনো জায়গায় প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করবেন। প্রতিষ্ঠান থাকলে দিনের শেষে মানুষ একটা জায়গায় বসতে পারে। আপনাদের এলাকায় অন্তত একটা টিনের ঘরও যেন থাকে , উঠান বৈঠক না করে ওখানে যেন বসতে পারে। তারা দাবি নিয়ে যেন বলতে পারে এ অফিসটা আমার, আমার একটা রেসপনসিবিটি আছে।’

    (কাল্ব) এর চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশনের সভাপতিত্বে সভায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মৎ শাহানারা খাতুন, সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মোঃ শরিফুল ইসলাম, সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক মোঃ আহসান কবির ও যুগ্ম-নিবন্ধক, বিভাগীয় সমবায় কার্যালয় ঢাকার শেখ কামাল হোসেন। বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশের বিভিন্ন জেলার কাল্বভুক্ত সদস্য ক্রেডিট ইউনিয়নগুলোর প্রতিনিধি ও অতিথিবৃন্দসহ প্রায় ১০০০ জন উপস্থিত ছিলেন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031