নীলফামারীতে সাংবাদিক লাঞ্ছিত হওয়ায় মানববন্ধন অনুষ্ঠিত
ময়নুল হক, নীলফামারী নীলফামারীর কিশোরগঞ্জে তথ্য চাওয়ায় এক সাংবাদিককে লাথি মেরে কক্ষ থেকে বের করে দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ। এ ঘটনার প্রতিবাদে অভিযুক্ত সেই কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিক ও স্থানীয়রা।
বুধবার (২৬ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সাংবাদিক সংগঠনের সদস্য ও স্থানীয়রা অংশগ্রহণ করেন। এ সময়ে বক্তারা বলেন, উপজেলা
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ কর্তৃক সাংবাদিকের উপর ঘৃণ্য এ ঘটনার দায়ে তাকে অপসারণসহ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দ্রুত এই কর্মকর্তার শাস্তিসহ অপসারণ করা না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
দৈনিক আমার সংবাদের উপজেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুল মান্নানের সভাপতিত্বে আব্দুর রাজ্জাক, দেলোয়ার হোসেন, চন্দন, আবু তাহের, শাকিল ইসলাম, আনোয়ার হোসেনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। এর আগে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদের কাছে তথ্য চাওয়ায় সংবাদকর্মীকে লাথি মেরে কক্ষ থেকে বের করে দেওয়া ও তিন তলা থেকে ফেলে দিয়ে হত্যার হুমকি দেন বলে অভিযোগ উঠেছে। এমন কাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে সমালোচনার ঝড় বইছে জেলা জুড়ে
গত সোমবার (২৪ জুন) এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক। এর আগে গত (২৩ জুন) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী সাংবাদিক মনির হাসান জীবন দৈনিক আজকের আলোকিত সকাল নামে একটি পত্রিকায় ভ্রাম্যমাণ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
ভুক্তভোগী সাংবাদিক জীবন বলেন, আমি ঈদের আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরেছি। ঈদের বন্ধের কারণে শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। ঈদের বন্ধ খোলার পর আমি বক্তব্য ও তথ্যের জন্য কক্ষে গেলে তিনি আমাকে লাথি মেরে বের করে দেয় ও অশ্লীল গালিগালাজ তিন তলা থেকে ফেলে হত্যা করার হুমকি দেয়।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি কল রিসিভ করেননি। কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিআলো/তুরাগ