ডিবি থেকে সরিয়ে দেওয়া হলো হারুনকে
dailybangla
01st Aug 2024 11:12 am | অনলাইন সংস্করণ
বিআলো প্রতিবেদক: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদকে বদলি করা হয়েছে।
৩১ জুলাই, বুধবার ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, হারুন অর রশিদকে ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদকে বদলি করা হয়েছে। তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) হিসেবে বদলি করা হলো।
একইসঙ্গে মহা. আশরাফুজ্জামানকে ডিবির দায়িত্ব দেয়া হয়েছে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।
এছাড়া অতিরিক্ত কমিশনার ড. খ. মহিদ উদ্দিনকে ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগ থেকে বদলি করে লজিস্টিকস, ফিন্যান্স অ্যান প্রকিউরমেন্ট বিভাগে নিয়োগ দেয়া হয়েছে।
বিআলো/শিলি