রাঙ্গামাটিতে বন্যা: সাজেকে আটকা পড়েছে ৪০০ পর্যটক
                             dailybangla 
                            
                    
                                03rd Aug 2024 11:55 am  |  অনলাইন সংস্করণ
                            
                            
                        নিজস্ব প্রতিবেদক: বন্যার পানিতে সড়ক তলিয়ে গেছে রাঙ্গামাটির বাঘাইহাট ও মাচালং এলাকায়। ফলে সাজেকে আটকা পড়েছেন প্রায় ৪০০ পর্যটক।
৩ আগস্ট, শনিবার বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার পর্যটকদের আটকে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন ।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানান, গত দুই দিনের টানা বর্ষণে রাঙ্গামাটির বাঘাইছড়ি সাজেক পর্যটন কেন্দ্রে চার শতাধিক পর্যটক আটকা রয়েছে। গতকাল প্রায় ৩৬০ জনের মতো পর্যটক সাজেকে যান। অন্যদিকে আগের পর্যটক ছিলেন ৪০ জনের মতো।
তিনি আরও জানান, আজ বৃষ্টি নেই, তবে সড়কে এখনও প্রচুর পানি রয়েছে। পানি নেমে গেলে বিকেলে পর্যটকদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। সেখানে তাদের প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হয়েছে।
গত দুই দিনের টানা বর্ষণের ফলে পাহাড় থেকে নেমে আসা ঢলে এই বন্যার সৃষ্টি হয়েছে।
বিআলো/শিলি







 
                            
                         
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                
 
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                            
