• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    এসআইবিএল ব্যাংক দখলদার মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন 

     dailybangla 
    11th Aug 2024 11:48 pm  |  অনলাইন সংস্করণ

    অর্থনৈতিক প্রতিবেদক: সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) এর সাধারণ শেয়ার হোল্ডারদের ব্যানারে আজ জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলন এবং এরপর সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসআইবিএল ব্যাংক দখলদার মুক্ত করার দাবিতে ব্যাংকের শেয়ার হোল্ডারদের পক্ষ থেকে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানানো হয়।

    অধিকাংশ বক্তারা একই সূরে বলেন, স্বৈরাচারের মদদপুষ্ট ও অবৈধ দখলদার এস আলম এর থাবা থেকে ব্যাংকটি উদ্ধার করতে হবে। অবিলম্বে মূল মালিকদের মালিকানা ফেরত দিয়ে প্রতিষ্ঠাতা স্পন্সর ডিরেক্টরদের সমন্বয়ে পর্ষদ পুনর্গঠন করতে হবে। এস আলম গং নামে-বেনামে এই ব্যাংক হতে বিপুল অর্থ সরিয়ে নিয়েছে- সেটি পুনরুদ্ধারে পদক্ষেপ নিতে হবে।

    তারা জানায়, এস আলমের পেটোয়া বাহিনী ইতোমধ্যে দখলদারিত্ব বজায় রাখতে ব্যাংক কর্মকর্তাদের উপর হামলা ও ভয়ভীতি প্রদর্শন করছে। ব্যাংক খাতে সুস্থ্যধারা ফিরিয়ে আনতে অবৈধভাবে দখলকৃত এসআইবিএল এর উদ্যোক্তা পরিচালকদের পুনর্বহাল করা জরুরি। মানববন্ধনে এসআইবিএল এর স্পন্সর ডিরেক্টর ও শেয়ার হোল্ডারদের অনেকেই উপস্থিত ছিলেন।

    বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান মেজর (অব.) রেজাউল হক, সাবেক ইসি চেয়ারম্যান মো. আনিসুল হক, সাবেক পরিচালক সুলতান আহমদ, নূরে আলম চৌধুরী, এএফএম আসাদুজ্জামান, আবুল বাশার ভূঁইয়া, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুর রহমান প্রমূখ। বক্তারা বলেন, এস আলম ও তার সহযোগীদের চক্রান্তে সাধারণ আমানতকারীদের হাজার হাজার কোটি টাকা নামে বেনামে লোপাট করা হয়েছে। সাধারণ শেয়ার হোল্ডার ও উদ্যোক্তা পরিচালকগন এ বিষয়ে সরকারের সহযোগিতা প্রত্যাশা করেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930