• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ফরিদপুরে মেয়র ও কাউন্সিলরদের পদত্যাগসহ ১০ দফা দাবিতে পদযাত্রা 

     dailybangla 
    19th Aug 2024 4:28 pm  |  অনলাইন সংস্করণ
    সেতু আক্তার, ফরিদপুর : ফরিদপুরে ছাত্র জনতার  উদ্যোগে পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের পদত্যাগসহ ১০ দফা দাবিতে পদযাত্রা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।  আজ সোমবার সকালে পদযাত্রাটি ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজ হতে শহরের গুরুত্বপূর্ণ এলাকা  প্রদক্ষিন শেষে পৌরসভা চত্বরে এসে শেষ হয়। এসময় ‌ সংক্ষিপ্ত এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, আবরার নাদিম ইতু,  মোঃ সোহেল, মোহাম্মদ মেহেদী , কাজী রিয়াজ , মোহাম্মদ সিফাত , মেহেদী হাসান হৃদয়, প্রমুখ। ‌ সভায় বক্তারা পৌর মেয়র অমিতাভ বোসের বিগত দিনের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন । ‌ তারা বলেন পৌর মেয়র একজন মাতাল ও  দুর্নীতিবাজ। ‌ বৈষম্য বিরোধী আন্দোলনের সময়  তার নেতৃত্বে ‌ ছাত্র সমাজের উপর অত্যাচার করা হয়েছিল। তিনি ফরিদপুর পৌরসভাকে দুর্নীতির আখরায় পরিণত করেছেন । শুধু তিনি  একা নন দুর্নীতির সাথে ফরিদপুর পৌরসভার কর্মকর্তারা জড়িত রয়েছেন ।
    গত বছরগুলোতে ‌ তিনি ‌ কোথায় কি উন্নয়ন করেছেন তা আমরা খতিয়ে দেখব। পৌরসভার সকল কর্মকর্তাবৃন্দ যারা দুর্নীতি করেছেন তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে এবং অবশ্যই বিচারের আওতায় আনা হবে। তার আরও বলেন, পৌর মেয়র রাতের ভোটে নির্বাচিত হয়েছেন। জনগণকে ভোট দিতে হয়নি। আর তিনি ক্ষমতায় বসে ‌ পৌরসভাকে  ইচ্ছামতো ব্যবহার করেছেন।
    একই সাথে ‌ যে সমস্ত কাউন্সিলর বৃন্দ ‌ তাকে সহযোগিতা করেছেন ‌ তাদের ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে। জনগণ একটা মাতালকে পৌরসভার মেয়র হিসেবে দেখতে চায়না।  বক্তরা বলেন, অবিলম্বে এই মেয়রের অপসারণ করো না হলে আগামীতে আরো বড় ধরনের কর্মসূচি ঘোষণা করা হবে । এর আগে ‌ ফরিদপুর পৌরসভা মেয়রের  কক্ষে প্যানেল মেয়রের পক্ষে  কাউন্সিলরদের পক্ষে ‌ তালা লাগিয়ে দেয়া হয়।
    এরপর ‌ ছাত্র সমাজের ‌ ১০ দফা দাবি ‌ তুলে ধরা হয়।
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930