• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    গণমাধ্যম কর্মীদের উপর হামলার প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন 

     dailybangla 
    20th Aug 2024 4:08 pm  |  অনলাইন সংস্করণ

    পলাশ চাকমা, পার্বত্য অঞ্চল ব্যুরো: ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপসহ সারাদেশে গনমাধ্যমের উপর সন্ত্রাসীদের সশন্ত্র হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা।

    মঙ্গলবার বেলা ১১টায় রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় গণমাধ্যম কর্মীরা মুখে কালো মাস্ক পরে মানববন্ধনে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

    ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের নিউজ ২৪ ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের রাঙামাটি রিপোর্টার ফাতেমা জান্নাত মুমু’র সভাপতিত্বে রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, দৈনিক গিরিদর্পনের সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ, দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি ফজলে এলাহি, চ্যানেল আইয়ের প্রতিনিধি মনছুর আহমেদ, বাংলা নিউজ ২৪ ডটকমের প্রতিনিধি মো. মঈন উদ্দীন বাপ্পী ও সাংবাদিক নির্মল বড়ুয়া, চ্যানেল ২৪ এর রাঙামাটি প্রতিনিধি জেয়াউল হক, দৈনিক বাংলাদেশের আলোর পার্বত্য অঞ্চল ব্যুরো প্রধান পলাশ চাকমা, সাংবাদিক বিহারি চাকমাসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

    মানববন্ধনে গণমাধ্যম কর্মীরা সন্ত্রাসীদের উপর তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, গণমাধ্যম অফিস ও কর্মীদের উপর হামলাকারীরা কখনো কোন সভ্য জাতি হতে পারেনা। তারা নাশকতা কারী, সন্ত্রাসী এরা দেশ ও জাতীর শক্র। গণমাধ্যমের কণ্ঠা রোধ করে কোন দেশ চলেনি। দেশের চতুর্থ স্তম্ভের উপর যারা আঘাত এনেছে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে।

    অবিলম্বে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ৭টি প্রতিষ্ঠানসহ দেশে বিভিন্ন স্থানে গণমাধ্যম কর্মীদের উপর হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বর্তমান সরকারকে সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত বিচারের দাবি জানায় সাংবাদিকরা।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930