The New School Dhaka-এর ১৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়ি মাঠে অনুষ্ঠিত হলো The New School Dhaka-এর ১৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, যা শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া চেতনা ও সৃজনশীল মননোভাব উজ্জীবিত করার উদ্দেশ্যে আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ড. অনুপম হোসেন, যারা শিক্ষার্থীদের উদ্দীপনা ও ক্রীড়া চর্চার গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক জেবুন নাহার ও তৌফিক হাসান, এবং প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ড. সবুজ আহমেদ।
দিনব্যাপী চলা এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া খেলায় অংশগ্রহণ করেন। পাশাপাশি আয়োজন করা হয় শিক্ষার্থীদের আনন্দ ও বিনোদনের জন্য ‘যেমন খুশি তেমন সাজো’, বায়োস্কোপ, বাবেল রুম, ফুডকোর্ট এবং ট্রাম্পোলিনসহ নানা আকর্ষণীয় কার্যক্রম, যা পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত ও উৎসবমুখর করে তোলে।
প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, যা তাদের মধ্যে ক্রীড়া ও সৃজনশীল প্রতিভার বিকাশে উৎসাহ যোগায়।
বিআলো/তুরাগ



