অনলাইনে ক্লাস করতে না পেরে কেরালায় শিক্ষার্থীর আত্মহত্যা

অনলাইনে ক্লাস করতে না পেরে কেরালায় শিক্ষার্থীর আত্মহত্যা
ছবি: সংগৃহীত

বিশ্ব সংবাদ ডেস্ক: অনলাইনে ক্লাসে অংশগ্রহণ করতে না পারায় ভারতের কেরালা রাজ্যে দশম শ্রেণির এক শিক্ষার্থী গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে। সোমবার রাজ্যের মালাপ্পুরাম জেলায় এ ঘটনা ঘটেছে।

 

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এদিন সকালে অনলাইনে ক্লাস শুরু হয়। তার বাসায় টিভি বা হাতে স্মার্ট ফোন না থাকায় সে অনলাইনে ক্লাসে অংশগ্রহণ করতে পারেনি। এ ঘটনার পরে তাকে বাসায় বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দুপুরের পরে বাড়ির পাশে পরিত্যক্ত জায়গার তার লাশ পড়ে থাকতে দেখা যায়।

 

পুলিশ বলছে, সে খুব ভালো ছাত্রী ছিল। তার গায়ে আগুন লাগিয়ে সে আত্মহত্যা করেছে।

 

নিহত শিক্ষার্থীর বাবা সাংবাদিকদের বলেন, আমাদের বাসায় একটি টিভি রয়েছে তবে সেটি কাজ করছে না। সে বলেছিল টিভি ঠিক করতে তবে আমি করতে পারিনি। আমি তাকে একটি স্মার্ট ফোনও দিতে পারিনি। করোনা পরিস্থিতির কারণে স্বল্প আয়ে কোনো রকমে দিন চালিয়ে যাচ্ছিলেন কিশোরী শিক্ষার্থীর দিনমজুর বাবা।