অনুরাগের আয়োজনে ইংরেজি নববর্ষ উদযাপন, প্রধান অতিথি রুহুল কবির রিজভী
বিনোদন প্রতিবেদক: ইংরেজি নববর্ষকে বরণ করে নিতে বর্ণাঢ্য ও মননশীল আয়োজন করেছে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন অনুরাগ। আগামী ২৩ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই বিশেষ অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
প্রধান আলোচক হিসেবে অংশ নেবেন বিএনপির সাংস্কৃতিক সম্পাদক ও কিংবদন্তি অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল।
রুবিনা আলমগীরের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, ঢাকা মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব জাকির হোসেন রোকন, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল, ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শামীম মাহমুদ, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি রবিন খান, কবি এবিএম সোহেল রশিদ ও কবি জমির উদ্দিন মিলন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন মোস্তফা মতিহার।
আলোচনা সভার পাশাপাশি থাকবে সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, যা অনুষ্ঠানটিকে করবে আরও প্রাণবন্ত ও উপভোগ্য।
এই আয়োজনে দেশের বরেণ্য তারকাশিল্পী ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি অনুষ্ঠানকে দেবে বিশেষ মাত্রা—এমনটাই জানিয়েছেন আয়োজকরা।
বিআলো/তুরাগ



