অনুরাগের বর্ষবরণ আয়োজনে উজ্জ্বল-নয়নসহ গুণীজনদের সমাগম
বিনোদন প্রতিবেদক: ইংরেজি নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করতে যাচ্ছে অনুরাগ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। আগামী ২৩ জানুয়ারি সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে সংগঠনটির বর্ষবরণ অনুষ্ঠান।
এই আয়োজনে শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও গণমাধ্যম অঙ্গনের বিশিষ্টজনদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে উঠবে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংস্কৃতিক সম্পাদক, কিংবদন্তি অভিনেতা ও মেগাস্টারখ্যাত আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শামীম মাহমুদ, ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি রবিন খান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন ষ্টালিন, কবি ও অভিনেতা সোহেল রশিদ এবং কবি মিলন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী রুবিনা আলমগীর। আলোচনা পর্বের পাশাপাশি থাকছে সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বর্ষবরণ উপলক্ষে এই জাঁকজমকপূর্ণ আয়োজন শিল্পানুরাগীদের হৃদয় ছুঁয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানের সভাপতি রুবিনা আলমগীর।
বিআলো/তুরাগ



