অন্ধ্রপ্রদেশের মন্দিরে পদদলনের ঘটনায় নিহত ৯, আহত বহু
আর্ন্তজাতিক ডেস্ক: ভারতের অন্ধ্রপ্রদেশে একটি মন্দিরে ভিড়ের চাপের কারণে পদদলনের ঘটনা ঘটেছে, এতে দুই শিশুসহ অন্তত ৯ জন প্রাণ হারিয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন।
আজ শনিবার সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার কাশিবুগার ভেঙ্কটেশ্বর মন্দিরে এই দুর্ঘটনা ঘটে। স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ভক্ত মন্দিরে উপস্থিত থাকায় ঠেলাঠেলির সময় একটি রেলিং ভেঙে পড়ে এবং মানুষ হুড়োহুড়ি করে একজনের ওপর আরেকজন পড়ে।
এক পুলিশ কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, হতাহতের মধ্যে দুটি শিশু রয়েছে। আহতদের দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় প্রশাসন ব্যবস্থা গ্রহণ করেছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইড়ু ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের জন্য যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে এবং উদ্ধার ও ত্রাণ কার্যক্রম তদারকি করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
ভেঙ্কটেশ্বর মন্দিরটি ১২ একরের বেশি এলাকাজুড়ে বিস্তৃত। প্রতিদিন কাছাকাছি ও দূরদূরান্তের অনেক পুণ্যার্থী মন্দিরে দর্শনে আসেন।
এই দুর্ঘটনা এমন সময় ঘটেছে, যখন প্রতিবেশী তামিলনাড়ুতে কয়েক দিন আগে পদদলনের এক ঘটনায় ৪১ জনের মৃত্যু হয়।
বিআলো/শিলি



