অবশেষে আতলেতিকোকে হারিয়ে জয়ে ফিরল বার্সা
dailybangla
03rd Dec 2025 3:36 pm | অনলাইন সংস্করণ
স্পোর্টস ডেস্ক: মৌসুমজুড়ে গুরুত্বপূর্ণ ম্যাচে হোঁচট খাওয়া বার্সেলোনা এবার শক্তিশালী আতলেতিকো মাদ্রিদকে ৩-১ ব্যবধানে হারিয়ে বড় জয় তুলে নিয়েছে। হানসি ফ্লিকের দল এই জয়ে লা লিগা টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে।
ম্যাচের শুরুতে ধারার বিপরীতে বায়েনার গোলে পিছিয়ে পড়ে বার্সা। তবে দ্রুতই রাফিনিয়ার দারুণ গোল সমতায় ফেরায় দলকে। প্রথমার্ধের শেষদিকে লেভান্ডভস্কির পেনাল্টি সুযোগ হাতছাড়া হলেও বিরতিতে ১-১ অবস্থায় যায় ম্যাচ।
দ্বিতীয়ার্ধে নিয়ন্ত্রণ ধরে রেখে দানি অলমোর গোলে এগিয়ে যায় বার্সেলোনা। শেষ সময়ে আতলেতিকোর আক্রমণ ঠেকাতে বেগ পেলেও যোগ করা সময়ে ফেররান তোরেসের গোল জয় নিশ্চিত করে কাতালানদের। ১৫ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে তারা এখন টেবিলের এক নম্বরে।
বিআলো/শিলি



