অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেমিয়েন মার্টিন গুরুতর অসুস্থ
স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার ডেমিয়েন মার্টিন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মেনিনজাইটিসে আক্রান্ত হওয়ায় ৫৪ বছর বয়সী এই ব্যাটসম্যানকে চিকিৎসকদের সিদ্ধান্তে কৃত্রিম কোমায় রাখা হয়েছে।
অস্ট্রেলিয়ার গণমাধ্যম জানায়, গত সপ্তাহে বক্সিং ডে উপলক্ষে অসুস্থ হয়ে পড়েন মার্টিন। বিশ্রামে থাকার সময় তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। এরপর পরীক্ষায় মেনিনজাইটিসের লক্ষণ পাওয়া যায় এবং নিবিড় পরিচর্যায় চিকিৎসা শুরু হয়।
মেনিনজাইটিস একটি মারাত্মক রোগ, যা মস্তিষ্ক ও মেরুদণ্ড ঘিরে থাকা পর্দায় প্রদাহ সৃষ্টি করে এবং দ্রুত চিকিৎসা না হলে প্রাণঘাতী হতে পারে। বর্তমানে মার্টিন বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
তার ঘনিষ্ঠ বন্ধু ও অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট জানান, মার্টিন সর্বোচ্চ মানের চিকিৎসা পাচ্ছেন। তিনি বলেন, পরিবার জানে যে বিশ্বজুড়ে অসংখ্য মানুষ তাদের জন্য প্রার্থনা ও শুভকামনা জানাচ্ছেন।
বিআলো/শিলি



