• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    অস্ট্রেলিয়ায় নানা আয়োজনে কালজয়ী কথাসাহিত্যিক রাবেয়া খাতুন স্মরণ 

     dailybangla 
    08th Jan 2026 4:51 pm  |  অনলাইন সংস্করণ

    অস্ট্রেলিয়া প্রতিনিধি: বাংলা সাহিত্যের অন্যতম উজ্জ্বল নক্ষত্র, কালজয়ী কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের প্রয়াণ দিবস উপলক্ষে অস্ট্রেলিয়ায় নানা আয়োজনে তাঁকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয়েছে। সাহিত্য, নারী-চিন্তা ও মানবিক মূল্যবোধে অনন্য অবদান রাখা এই শক্তিমান লেখকের স্মরণে সিডনিতে আলোচনা সভা, জীবনীপাঠ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

    টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) অস্ট্রেলিয়া শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে রাবেয়া খাতুনের সাহিত্যকর্ম, নারীর ক্ষমতায়নে তাঁর ভূমিকা এবং সমকালীন সমাজে তাঁর চিন্তার প্রাসঙ্গিকতা নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়। বক্তারা বলেন, রাবেয়া খাতুন ছিলেন একাধারে কথাসাহিত্যিক, সমাজচিন্তক ও নারীমুক্তির প্রেরণাদায়ী কণ্ঠস্বর।

    অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন পান সুপারির সিইও এবং রাবেয়া খাতুনের পুত্রবধূ কনা রেজা। উদ্বোধনী বক্তব্যে তিনি আবেগাপ্লুত হয়ে রাবেয়া খাতুনের ব্যক্তিগত জীবন, পারিবারিক মূল্যবোধ ও সাহিত্য সাধনার নানা দিক তুলে ধরেন। তিনি বলেন, “রাবেয়া খাতুনের জীবন ও আদর্শ নতুন প্রজন্মের জন্য চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”

    ট্রাব অস্ট্রেলিয়া শাখার সভাপতি ও ভয়েস অব সিডনি সম্পাদক অর্ক হাসানের সভাপতিত্বে এবং ডায়াসপোরা শিশু-বিষয়ক সাংবাদিক কে এম ধ্রুবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট চিন্তক ও উন্নয়নকর্মী কিশোয়ারা আক্তার কাকলী।

    প্রবন্ধে তিনি বলেন, “নারীদের সাহিত্যচর্চায় রাবেয়া খাতুন যে শক্ত ভিত নির্মাণ করে গেছেন, তা উপমহাদেশের সাহিত্য ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়।”

    অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন ট্রাবের কেন্দ্রীয় সভাপতি সালাম মাহমুদ, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম নাসির (চ্যানেল আই), ফজলুল হক রিসার্চ সেন্টারের সভাপতি ড. নটরাজ রায়, ট্রাব যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মনিরুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক জহিরুল বশির, নিউইয়র্ক শাখার সভাপতি বেলাল আহমেদ, ইউরোপ শাখার সভাপতি আবু তাহের, শিল্পোদ্যোক্তা শাহ নেওয়াজ সিআইপি এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার সভাপতি মনিরুল হক জর্জসহ আরও অনেকে।

    বক্তারা প্রবাসেও রাবেয়া খাতুনের সাহিত্যচর্চা ও গবেষণা অব্যাহত রাখার আহ্বান জানান।

    এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ চৌধুরী, এডভোকেট মোবারক হোসেন, লিবারেল পার্টির এমপি পদপ্রার্থী জাকির আলম লেনিন, চিকিৎসা বিজ্ঞানী ড. ওয়ালিউল ইসলাম, অস্ট্রেলিয়া বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল মতিনসহ বিভিন্ন পেশাজীবী, গবেষক, সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিকরা। তাঁদের বক্তব্যে রাবেয়া খাতুনের সাহিত্যিক গভীরতা, মানবিক দৃষ্টিভঙ্গি ও সমাজ পরিবর্তনে লেখকের ভূমিকা বিশেষভাবে গুরুত্ব পায়।

    সভাপতির বক্তব্যে ট্রাব অস্ট্রেলিয়ার সভাপতি অর্ক হাসান সর্বসম্মতিক্রমে প্রয়াত ঔপন্যাসিক রাবেয়া খাতুনের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে একটি প্রামাণ্যচিত্র নির্মাণের ঘোষণা দেন। পাশাপাশি তাঁর সাহিত্যকর্ম ও অনুপ্রেরণাদায়ক জীবনকাহিনি সরকারি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব উত্থাপন করা হয়, যা উপস্থিত সকলের সর্বসম্মত সমর্থন লাভ করে।

    সবশেষে মানবতা, আলো ও সাহিত্যের দীপশিখা জ্বালিয়ে নীরবে বিদায় নেওয়া এই মহান কথাসাহিত্যিকের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031