অ্যাঙ্গোলাকে হারিয়ে বছর শেষ করল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক বিরতি ঘিরে বছরের শেষ ম্যাচে অ্যাঙ্গোলাকে ২-০ গোলে হারিয়ে সফল বছর শেষ করেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। শক্তিশালী স্কোয়াড নিয়েও প্রথমার্ধে রক্ষণভাগ ভাঙতে হিমশিম খায় বিশ্বচ্যাম্পিয়নরা।
৪৩ মিনিটে মেসির নিখুঁত পাস থেকে লাউতারো মার্টিনেজ প্রথম গোলটি করেন। দ্বিতীয়ার্ধে সুযোগ কম তৈরি হলেও ৮২ মিনিটে লাউতারোর পাস পেয়ে মেসি বিনা চাপে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।
জাতীয় দলের নভেম্বর উইন্ডোতে এটি ছিল আর্জেন্টিনার একমাত্র ম্যাচ। নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে ছাড়াই দল মাঠে নামে। এর আগে অক্টোবর উইন্ডোতে যুক্তরাষ্ট্র সফরে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোকে হারিয়ে দুর্দান্ত ফর্ম দেখিয়েছিল তারা।
অ্যাঙ্গোলার স্বাধীনতার ৫০ বছর উদ্যাপন উপলক্ষে আয়োজিত এই প্রীতি ম্যাচেই শেষ আন্তর্জাতিক পরীক্ষা সারল স্ক্যালোনির দল, যারা ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ইতোমধ্যে ভালো অবস্থানে রয়েছে।
বিআলো/শিলি



