আ. লীগ এখন অপ্রাসঙ্গিক রাজনৈতিক শক্তি: হাসনাত আব্দুল্লাহ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ এখন বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক একটি দল। তারা কখনোই গণমানুষের দল ছিল না- সাম্প্রতিক ঘটনাগুলোই তা প্রমাণ করেছে।
মঙ্গলবার নারায়ণগঞ্জে এনসিপির জেলা অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত বলেন, এনসিপি সংস্কার ও জাতীয় ঐক্যমতের পক্ষে কাজ করছে। সংস্কারের বিপক্ষে যারা অবস্থান নিয়েছে, তাদের সঙ্গে কোনো রাজনৈতিক জোট সম্ভব নয়। তিনি জানান, নভেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যেই দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের পতন কোনো নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হয়নি, বরং গণঅভ্যুত্থানের মাধ্যমেই তা ঘটেছে। তাই এখন তাদের ক্ষমতায় ফেরানোর প্রশ্নই আসে না।
দলীয় সাংগঠনিক কার্যক্রম প্রসঙ্গে তিনি জানান, জেলা থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত কমিটি সম্প্রসারণ করা হচ্ছে এবং মাঠপর্যায়ের নেতাকর্মীরা সংগঠনকে আরও শক্তিশালী করতে কাজ করছেন।
বিআলো/শিলি



