‘আই হ্যাভ এ প্ল্যান’: নিরাপদ বাংলাদেশের প্রত্যয় তারেক রহমানের
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশের মাটিতে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে দেশে ফিরে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনায় দেওয়া ভাষণে তিনি একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, “আই হ্যাভ এ প্ল্যান”- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এই পরিকল্পনা বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন।
বৃহস্পতিবার বিকাল ৩টা ৫০ মিনিটে গণসংবর্ধনার মঞ্চে ওঠেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মুহূর্মুহূ স্লোগান ও করতালিতে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি সবার অভিবাদনের জবাব দেন।
ভাষণের শুরুতে দেশবাসীকে সালাম জানিয়ে তারেক রহমান বলেন, “প্রিয় বাংলাদেশ।” এরপর মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, রাব্বুল আলামিনের দোয়ায় তিনি মাতৃভূমিতে ফিরে এসেছেন।
তিনি বলেন, বিএনপি এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই নিরাপদ থাকবে। “একজন মানুষ ঘর থেকে বের হলে যেন নিরাপদে ঘরে ফিরতে পারে; এমন বাংলাদেশ আমরা গড়তে চাই,” বলেন তিনি।
তারেক রহমান তার বক্তব্যে যুক্তরাষ্ট্রের বর্ণবাদবিরোধী নেতা মার্টিন লুথার কিংয়ের ঐতিহাসিক উক্তি স্মরণ করে বলেন, “তিনি বলেছিলেন- আই হ্যাভ এ ড্রিম। আজ আমি বলছি- আই হ্যাভ এ প্ল্যান।” দেশের উন্নয়ন, মানুষের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য এই পরিকল্পনা বাস্তবায়নে তিনি দেশবাসী ও সমমনা রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, ১৯৭১ সালের মতোই ২০২৪ সালেও দেশের ছাত্র-জনতা ও সর্বস্তরের মানুষ স্বাধীনতা রক্ষায় ভূমিকা রেখেছে। আজ দেশের মানুষ আবার তাদের কথা বলার অধিকার ও গণতন্ত্র ফিরে পেতে চায়।
ভাষণের একপর্যায়ে তিনি নেতাকর্মীদের সঙ্গে হাত তুলে দেশের শান্তি ও অগ্রগতির জন্য আল্লাহর কাছে দোয়া করেন।
এর আগে, সকালে বাংলাদেশ বিমান বাহিনীর ‘বিজি-২০২’ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমান। বিমানবন্দরে দেশের মাটি স্পর্শ করে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তায় বুলেটপ্রুফ বাসে করে লাখো নেতাকর্মীর ভালোবাসার মধ্য দিয়ে তিনি গণসংবর্ধনার মঞ্চে পৌঁছান। সকাল থেকেই রাজধানী ও আশপাশের জেলা থেকে আগত মানুষের ঢলে পূর্বাচলের ৩০০ ফিট এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতারা এবং যুগপৎ আন্দোলনের শরিক নেতারা মঞ্চ থেকে তারেক রহমানকে শুভেচ্ছা জানান।
ভাষণের শেষাংশে তারেক রহমান বলেন, “সবাই মিলে করব কাজ, গড়ব মোদের বাংলাদেশ।”
বিআলো/শিলি



