আইনজীবীদের মিলনমেলায় জনপ্রিয় কণ্ঠশিল্পী তামান্না হকের গানে মাতলো চাঁদপুর
সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর: জনপ্রিয় প্লেব্যাক ও ফোক কণ্ঠশিল্পী তামান্না হকের সুরেলা কণ্ঠে মুখর হয়ে ওঠে চাঁদপুর। চাঁদপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন তিনি।
শনিবার (১০ জানুয়ারি) চাঁদপুর জেলা আইনজীবী সমিতির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ফ্যামিলি ডে, পিঠা উৎসব, আইন পেশায় ৩৫ বছরের ঊর্ধ্বে অভিজ্ঞ আইনজীবীদের সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
সন্ধ্যার সাংস্কৃতিক পর্বে মঞ্চে ওঠেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী। তামান্না হক তাঁর পরিবেশনায় একের পর এক জনপ্রিয় ও শ্রোতাপ্রিয় গান উপস্থাপন করেন। তাঁর কণ্ঠের আবেশে পুরো প্রাঙ্গণজুড়ে তৈরি হয় আনন্দঘন আবহ। উপস্থিত অতিথি, আইনজীবী ও তাঁদের পরিবারের সদস্যরা গানের তালে তালে অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্ঠান শেষে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তামান্না হক বলেন,
“এত সুন্দর একটি আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য চাঁদপুর জেলা আইনজীবী সমিতির প্রতি আন্তরিক ধন্যবাদ। চাঁদপুরের দর্শক-শ্রোতাদের ভালোবাসা আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছে। সকল চাঁদপুরবাসীর প্রতি রইল আমার শুভেচ্ছা ও ভালোবাসা।”
সার্বিকভাবে বলা যায়, তামান্না হকের প্রাণবন্ত পরিবেশনা পুরো অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় ও স্মরণীয় করে তোলে। সংগীত, মিলনমেলা ও উৎসবের আবহে দিনটি চাঁদপুরের আইনজীবীদের জন্য হয়ে ওঠে আনন্দঘন ও উপভোগ্য।
বিআলো/ইমরান



