আইনশৃঙ্খলা ও জনসেবা জোরদারে রাজস্থলী ও চন্দ্রঘোনা থানা পরিদর্শনে রাঙ্গামাটির পুলিশ সুপার
আবদুল হাই খোকন, রাঙামাটি, পার্বত্য চট্টগ্রাম: পার্বত্য জেলা রাঙ্গামাটির সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত করা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে রাজস্থলী ও চন্দ্রঘোনা থানা পরিদর্শন করেছেন রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম।
শনিবার (১০ জানুয়ারি) সকালে পুলিশ সুপার রাজস্থলী ও চন্দ্রঘোনা থানায় পৌঁছালে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জদ্বয় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় দুই থানার পুলিশের চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলা তদন্তের অগ্রগতি, রেকর্ডপত্র সংরক্ষণ, ডিউটি ব্যবস্থাপনা এবং সাধারণ জনগণের সঙ্গে পুলিশের সেবামূলক কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করেন। তিনি থানার কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় তিনি দায়িত্ব পালনে পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষের আস্থা অর্জনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার এবং দ্রুত ও ন্যায়সঙ্গত তদন্ত নিশ্চিত করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেন পুলিশ সুপার।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ও ডিএসবি (অতিরিক্ত দায়িত্ব) মো. জসিমউদ্দিন চৌধুরী, রাজস্থলী থানার অফিসার ইনচার্জ মো. খালেদ হোসেন, চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ এম. সাকের আহমেদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট থানার অন্যান্য সদস্যরা।
বিআলো/তুরাগ



