আইস কর্মকর্তার গুলিতে নারী নিহত, যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ
আর্ন্তজাতিক ডেস্ক: মিনিয়াপোলিসে এক অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। একই দাবিতে দেশজুড়ে এক হাজারের বেশি কর্মসূচি পালিত হচ্ছে।
শনিবার তীব্র শীত উপেক্ষা করে মিনিয়াপোলিসের রাস্তায় নেমে আসেন কয়েক হাজার মানুষ। গত বুধবার আইস কর্মকর্তার গুলিতে ৩৭ বছর বয়সী রেনে গুড নিহত হওয়ার পর থেকেই ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা ‘অ্যাবলিশ আইস’সহ বিভিন্ন স্লোগান দেন।
প্রত্যক্ষদর্শীদের ভিডিও উদ্ধৃত করে মিনেসোটা অঙ্গরাজ্যের কর্মকর্তারা ঘটনাটিকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন। তবে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ দাবি করেছে, কর্মকর্তা আত্মরক্ষার্থে গুলি চালান।
এ ঘটনার জেরে মিনেসোটা প্রশাসন ও ট্রাম্প প্রশাসনের মধ্যে উত্তেজনা বেড়েছে। একই ধরনের আরেকটি গুলির ঘটনায় ওরেগনের পোর্টল্যান্ডেও দুইজন আহত হন। এসব ঘটনার প্রতিবাদে ইন্ডিভিজিবল ও এসিএলইউসহ বিভিন্ন সংগঠন দেশজুড়ে বিক্ষোভের ডাক দেয়।
বিআলো/শিলি



