• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আগামী নির্বাচন ১৪, ১৮ বা ২৪–এর মতো হলে জাতির দুর্ভোগ বাড়বে: মিয়া গোলাম পরওয়ার 

     dailybangla 
    15th Nov 2025 2:21 pm  |  অনলাইন সংস্করণ

    খুলনা-৫ আসনে মোটরসাইকেল শোভাযাত্রায় জামায়াত সেক্রেটারি জেনারেলের মন্তব্য

    নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় নির্বাচন যদি ২০১৪, ২০১৮ বা ২০২৪ সালের নির্বাচনের মতো হয়, তাহলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। শনিবার খুলনা নগরীর জিরো পয়েন্টে মোটরসাইকেল শোভাযাত্রার উদ্বোধন উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

    প্রশাসনের প্রতি নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা নিরপেক্ষ থেকে আগামী নির্বাচন স্বচ্ছ করুন। প্রত্যেক প্রার্থী যেন সমান সুযোগ পায়। অতীতে বিশেষ একটি দলের পক্ষে কাজ করা ওসি-এসপিরা সব পালিয়েছে। প্রধান বিচারপতি ও বায়তুল মোকাররমের খতিব পালিয়ে গেছে। ডিআইজি-পুলিশ কমিশনার পালিয়ে গেছে। ভবিষ্যতে কারও বিরুদ্ধেও একই অভিযোগ উঠলে তারা পালানোর পথ পাবে না।”

    তার দাবি, কর্তৃত্ববাদী সরকারের ‘কালো যুগ’ পেরিয়ে বাংলাদেশ এখন নতুন পথে এগোচ্ছে, এবং নির্বাচনকে অবশ্যই কালো টাকার প্রভাবমুক্ত রাখতে হবে।

    এর আগে খুলনা-৫ আসনের (ডুমুরিয়া–ফুলতলা) এমপি প্রার্থী মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে গুটুদিয়া, ডুমুরিয়া, খর্ণিয়া, চুকনগর, আঠারোমাইল, রুদাঘরা, রঘুনাথপুর, শাহপুর, ধামালিয়া, জামিরা, ফুলতলা ও দামোদর হয়ে শিরোমনি শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।
    শোভাযাত্রায় সাধারণ মানুষসহ বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী অংশ নেন। পথজুড়ে ছিল উৎসাহ–উদ্দীপনা। পরওয়ার জাতীয় পতাকা হাতে রাস্তার দু’ধারে থাকা জনতাকে শুভেচ্ছা জানান।

    তিনি বলেন, “সুশাসন ও শান্তির জন্য পরিবর্তন, উন্নত ও আধুনিক খুলনা গড়ে তোলার লক্ষ্যে সর্বস্তরের মানুষের কাছে পরিবর্তনের বার্তা পৌঁছাতে এই আয়োজন।”
    তিনি আরও যোগ করেন, “সুখে–দুঃখে মানুষের পাশে থাকতে চাই এবং দলমতের ঊর্ধ্বে উঠে কাজ করব।”

    জামায়াত সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, বছরের পর বছর তাকে স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম করতে দেওয়া হয়নি।
    তার ভাষায়, “৫ আগস্টের গণঅভ্যুত্থানের পরে স্বাভাবিকভাবে কাজ করতে পারছি। আমি বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়। শান্তির বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেবে।”

    পথসভায় সভাপতিত্ব করেন হরিণটানা থানার আমীর জি এম আব্দুল গফুর। বক্তব্য দেন খুলনা-১ আসনের প্রার্থী মাওলানা শেখ মোহাম্মদ আবু ইউসুফ, জেলা জামায়াত সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, গাউসুল আযম হাদী, শেখ সিরাজুল ইসলাম, এডভোকেট আবু ইউসুফ মোল্লা, মোস্তফা আল মুজাহিদ ও আশরাফুল আলম প্রমুখ।

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031