আগামীকাল লং মার্চ টু যমুনা ঘোষণা দিলো জবি শিক্ষার্থীরা
আবুবকর সম্পদ, জবি প্রতিনিধিঃ আবাসন ভাতাসহ তিন দফা দাবিতে আগামীকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা লং মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা দেয়। সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা লং মার্চ টু যমুনা কর্মসূচি শুরু করবে বলে জানা যায়।
গত কিছুদিন ধরে আবাসন ভাতা সহ চার দফা দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করলে আজ মঙ্গলবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র প্রতিনিধিদের সাথে দাবি সমূহ নিয়ে আলোচনা করে ইউজিসি। আলোচনায় আশানুরূপ কোনো সিদ্ধান্ত না আসায় শিক্ষার্থীরা আগামীকাল বুধবার (১৪ মে) লং মার্চ টু যমুনা ঘোষণা করে। শিক্ষার্থীরা তাদের আবাসন সংকট এবং আবাসন ভাতা সহ তিন দফা দাবির জন্য প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চায়।
শিক্ষার্থীদের তিন দফা দাবিগুলো হলো-
১. আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে।
২. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাঁটছাট না করেই অনুমোদন করতে হবে।
৩. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।
বিআলো/তুরাগ



