আগামীর বাংলাদেশ হবে নতুন ও তারুণ্যের বাংলাদেশ : আ ন ম এহছানুল হক মিলন
কচুয়ায় বাজার ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়
মানিক সরকার, কচুয়া (চাঁদপুর) : সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর-১ কচুয়া আসনে বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষের প্রার্থী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আগামী বাংলাদেশ তারেক রহমানের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে নতুন ও তারুণ্যের বাংলাদেশ। আর এটা হলো আমার আপনার কচুয়া।
আমি আবারো সংসদ সদস্য নির্বাচিত হলে এ এলাকা থেকে চিরতরে সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাং নির্মূল করবো। বিশেষ করে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটের পরে মাদক কচুয়া থেকে চলে যেতে হবে। মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলদার এই কচুয়ায় থাকতে পারবে না। পুলিশ দিয়ে অহেতুক মানুষকে কেউ হয়রানি করতে পারবে না।
তিনি সোমবার বিকেলে চাঁদপুরের কচুয়া বাজার ব্যবসায়ীদের সঙ্গে নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ব্যবসায়ী তরিকুল ইসলামের সভাপতিত্বে ও মো. মোস্তফা কামালের পরিচালনায় এসময় জেলা বিএনপির সহ-সভাপতি হুমায়ন কবির প্রধান, উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন, সাবেক সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, পৌর বিএনপরি সভাপতি বিল্লাল হোসেন, পৌর যুবদলের সাধারণ সম্পাদক ক্বাজী আনোয়ার উল্লাহ ফরহাদ প্রমুখ। এসম কচুয়া বাজারব্যবসায়ী ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিআলো/আমিনা



