আগারগাঁওয়ে গ্যাস লিকেজে বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের ৬ সদস্য
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আগারগাঁওয়ে গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। ভোররাতে পাকা মার্কেট এলাকার টিনশেড বাসায় ঘটে এ দুর্ঘটনা।
ঢাকার আগারগাঁওয়ের পাকা মার্কেট এলাকায় ভোর সাড়ে চারটার দিকে একটি টিনশেড বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ একই পরিবারের ছয়জন মারাত্মকভাবে দগ্ধ হন। বিস্ফোরণের সময় সবাই ঘুমিয়ে ছিলেন বলে জানান স্বজনরা।
দগ্ধ ব্যক্তিরা হলেন- মো. জলিল মিয়া (৫০), তাঁর স্ত্রী আরনেজা বেগম (৪০), ছেলে আসিফ মিয়া (১৯), সাকিব মিয়া (১৬), মেয়ে মনিরা (১৭) ও নাতনি ইভা (৬)। ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট ও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।
দগ্ধদের ঢাকা মেডিকেলে আনা স্বজন আফরান মিয়া জানান, ভোরে বাসায় গ্যাস জমে থাকা অবস্থায় আগুন ধরে বিস্ফোরণ ঘটে। এতে বাসার ভেতর থাকা ছয়জনই দগ্ধ হন। তাদের গ্রামের বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার তালুকপাড়া গ্রামে।
অন্যদিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের প্রাথমিক ড্রেসিং সম্পন্ন করা হয়েছে। এখনই তাদের দগ্ধ হওয়ার পরিমাণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। চিকিৎসকরা পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছেন।
বিআলো/শিলি



