• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আগের রাতেই ভক্তদের মাঠে অবস্থান, পটুয়াখালীতে আগামীকাল আজহারীর মাহফিল 

     dailybangla 
    24th Jan 2025 10:53 pm  |  অনলাইন সংস্করণ
    রিপন কুমার দাস : পটুয়াখালীতে জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারির মাহফিল উপলক্ষে ঝাউতলা কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে শুরু হয়েছে মুসল্লি ও ভক্তদের ঢল। শনিবার(২৫ জানুয়ারি) অনুষ্ঠিতব্য এই মাহফিল ঘিরে আজ বিকেল থেকেই মাঠে অবস্থান নিয়েছেন হাজারো ভক্ত। সঙ্গে এনেছেন কম্বল, চাদরসহ প্রয়োজনীয় সামগ্রী। মাহফিল ঘিরে পুরো জেলা শহর উৎসবমুখর হয়ে উঠেছে। মাহফিল আয়োজক কমিটির সদস্যরা জানিয়েছেন, আগত মানুষের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ও সেবার ব্যবস্থা করা হয়েছে।
    জেলা প্রশাসন ও আয়োজকদের সমন্বয়ে মঞ্চ প্রস্তুতের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে। সরেজমিনে দেখা গেছে, মাঠজুড়ে তৈরি করা হয়েছে অত্যাধুনিক সুবিধা। ৫০টি এলইডি মনিটর, লায়নার সাউন্ড সিস্টেম ও ৪০০টি মাইক স্থাপন করা হয়েছে। মুসল্লিদের জন্য নির্মাণ করা হয়েছে প্রায় দেড় হাজার অস্থায়ী টয়লেট এবং ১,২০০টি পানির ট্যাপ। মাঠ ও আশপাশে বসানো হয়েছে শতাধিক সিসিটিভি ক্যামেরা।
    পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আল নাহিয়ান জানান, শহরে ইতোমধ্যেই প্রায় লক্ষাধিক মানুষ প্রবেশ করেছে। ধারণা করা হচ্ছে, শনিবার সকালের মধ্যেই আরও লাখো মানুষ এসে যোগ দেবেন। এর ভিত্তিতেই পুরো পরিকল্পনা সাজানো হয়েছে। জেলা প্রশাসনের সঙ্গে আয়োজকদের বৈঠকে জননিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে।  পটুয়াখালী জেলা পুলিশের সুপার মো. আনোয়ার জাহিদ জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র‌্যাব, আনসার ও সেনাবাহিনীর সদস্যরা মাঠে থাকবেন। পাশাপাশি আয়োজকদের প্রায় আড়াই হাজার স্বেচ্ছাসেবকও মাঠে দায়িত্ব পালন করবেন। প্রসঙ্গত, ড. মিজানুর রহমান আজহারির ইসলামি আলোচনা শুনতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে লাখো মানুষ এখানে আসেন। মাহফিলের প্রভাবে স্থানীয় ব্যবসা-বাণিজ্যও জমজমাট হয়ে উঠেছে।
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031