• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আচরণবিধি নিয়ে মতবিনিময়, পটুয়াখালীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ 

     dailybangla 
    21st Jan 2026 8:40 pm  |  অনলাইন সংস্করণ

    পটুয়াখালী প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষ্যে পটুয়াখালীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ও নির্বাচনী আচরণবিধি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের সম্মেলন কক্ষে জেলার চারটি সংসদীয় আসনের প্রার্থী ও তাদের সমর্থকদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা ড. মো. শহিদ হোসেন চৌধুরী।

    আলোচনা সভায় পুলিশ সুপার মো. আবু ইউসুফ, জেলা নির্বাচন কর্মকর্তা ওহীদুজ্জামান মুন্সিসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় নির্বাচনী আচরণবিধি সম্পর্কে প্রার্থীদের অবহিত করার পাশাপাশি তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

    প্রতীক বরাদ্দ অনুযায়ী পটুয়াখালী-১ আসনে বিএনপি জোট প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী ধানের শীষ, জামায়াত সমর্থিত ১০ দলীয় জোটের প্রার্থী মোহাম্মদ আব্দুর ওহাব মিনার ঈগল, ইসলামী আন্দোলনের মো. ফিরোজ আলম হাতপাখা, জাসদের গৌতম চন্দ্র শীল মোটরগাড়ি (কার), জাতীয় পার্টির আ. মান্নান লাঙ্গল এবং গণঅধিকার পরিষদের মো. শহিদুল ইসলাম ফাহিম ট্রাক প্রতীক পেয়েছেন।

    পটুয়াখালী-২ আসনে বিএনপি জোটের সহিদুল আলম তালুকদার ধানের শীষ, জামায়াত সমর্থিত জোটের মো. শফিকুল ইসলাম দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলনের মালেক হোসেন হাতপাখা, আমার বাংলাদেশ পার্টির মো. রুহুল আমিন ঈগল এবং গণঅধিকার পরিষদের মো. হাবিবুর রহমান ট্রাক প্রতীক বরাদ্দ পান।

    পটুয়াখালী-৩ আসনে বিএনপি জোট প্রার্থী নুরুল হক নুর ট্রাক, জামায়াত সমর্থিত জোটের মুহম্মদ শাহ আলম দাঁড়িপাল্লা, স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন ঘোড়া এবং ইসলামী আন্দোলনের আবু বকর সিদ্দিক হাতপাখা প্রতীক পেয়েছেন।

    পটুয়াখালী-৪ আসনে বিএনপি জোটের এবিএম মোশাররফ হোসেন ধানের শীষ, জামায়াত সমর্থিত জোটের ডা. জহির উদ্দিন আহম্মেদ দেয়াল ঘড়ি, ইসলামী আন্দোলনের মোস্তাফিজুর রহমান হাতপাখা এবং গণঅধিকার পরিষদের মো. রবিউল হাসান ট্রাক প্রতীক লাভ করেন।

    নির্বাচনী প্রচারণাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031