আজ থেকে দোকান-শপিংমল খোলা ৮ ঘণ্টা

আজ থেকে দোকান-শপিংমল খোলা ৮ ঘণ্টা


নিজস্ব প্রতিবেদক:আজ শুক্রবার থেকে সকাল ৯টা-বিকাল ৫টা পর্যন্ত আট ঘণ্টা দোকানপাট ও বিপণী বিতান খোলা রাখতে পারবেন ব্যবসায়ীরা। তবে যথাযথ স্বাস্থ্যবিধি পালন না করা হলে আইনানুগ ব্যবস্থা নেবে সরকার।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানিয়েছে।

উপসচিব মো. রেজাউল ইসলামের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ‘শুক্রবার (৯ এপ্রিল) থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৮ ঘণ্টা দোকানপাট ও বিপণী বিতান খোলা রাখা যাবে।’

এর আগে সরকার ঘোষিত এক সপ্তাহের কঠোর বিধিনিষেধের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলার দাবিতে সারা দেশে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। রাজধানীর গুলিস্তানে বিক্ষুব্ধ ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। এছাড়া করোনা পরিস্থিতিতে বিধিনিষেধের মেয়াদ না বাড়ানোর দাবিও জানিয়েছেন বিভিন্ন জেলার ব্যবসায়ীরা। এরপরই সরকারের তরফ দোকান-শপিংমল খুলে দেয়ার সিদ্ধান্ত আসলো।

 

 বিআলো/শিলি