আড়াইহাজারে নজরুল ইসলাম আজাদের গণসমর্থন: “বিপুল ভোটে জয়ী করে তারেক রহমানকে উপহার দিব”
মোঃ মনির হোসেন, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি’র মনোনীত প্রার্থী ও ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলা স্টেডিয়ামে ব্যাপক রাজনৈতিক সমাবেশ ও র্যালির মাধ্যমে তার জনগণকে সঙ্গে নিয়ে নতুন উদ্দীপনা সঞ্চার করেছেন।
জাতীয় সংহতি দিবসের দিনে অনুষ্ঠিত এই র্যালি ও আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়ন থেকে আসা হাজারো সমর্থক অংশ নেন, যারা ধানের শীষ প্রতীকের প্রতি তাদের অটল আস্থা ও সমর্থন জানান।
নজরুল ইসলাম আজাদ সভায় বলেন, “আমাদের আড়াইহাজারের জনগণকে ভালোবেসে ধানের শীষ প্রতীক দেওয়া হয়েছে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে। এই আসনটি রেকর্ড সংখ্যক ভোটে জয়ী করে সাধারণ জনগণ বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দেবে।” তিনি আরও যোগ করেন, “আমরা জনগণের আস্থা ও ভালোবাসার শক্তিতে একসাথে মিলিত হয়ে এই আসনটি নিশ্চিতভাবে বিজয়ী করব। আড়াইহাজারের মানুষ যেন ভোট দিয়ে ইতিহাস গড়ে—এটাই আমাদের মূল লক্ষ্য।”
সমাবেশে নজরুল ইসলাম আজাদের সঙ্গে জেলা ও উপজেলার বিএনপি নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আড়াইহাজারের এ ধরনের গণমুখী সভা ও র্যালি প্রার্থীর জনপ্রিয়তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং নির্বাচনী প্রক্রিয়ায় গণসংযোগের শক্তিশালী বার্তা বহন করে।
বিআলো/তুরাগ



