আত্মহত্যার ঢেউয়ে ভরাডুবির পথে ইসরাইলি সেনাবাহিনী
dailybangla
10th Nov 2025 3:23 pm | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক: গাজায় যুদ্ধের পর মানসিক চাপ ও অপরাধবোধে ভুগে আত্মহত্যার পথে হাঁটছে বিপুল সংখ্যক ইসরাইলি সেনা।
দেশটির সংসদ নেসেটের তথ্য অনুযায়ী, ২০১৭ থেকে ২০২৫ সালের মাঝামাঝি সময়ে অন্তত ১২৪ জন সেনা আত্মহত্যা করেছেন।
বিশেষজ্ঞরা বলছেন, বেসামরিক মানুষ- বিশেষ করে শিশু হত্যার দায়বোধ, যুদ্ধক্ষেত্রের ট্রমা এবং পুনরায় যুদ্ধে ফেরার আশঙ্কাই তাদের এই চরম সিদ্ধান্তে ঠেলে দিচ্ছে।
ইসরাইলি সেনাবাহিনী হেল্পলাইন ও মানসিক পরামর্শকেন্দ্র চালু করলেও কঠোর সামরিক সংস্কৃতি অনেককে চিকিৎসা নিতে নিরুৎসাহিত করছে।
বিশ্লেষকদের মতে, এই আত্মহননের ঢেউ এখন ইসরাইলের “অভ্যন্তরীণ পতনের প্রতীক”, যা দখলনীতির দীর্ঘ ছায়া টেনে এনেছে নিজেদের বিবেকের ভেতরেই।
বিআলো/শিলি



