আনন্দঘন পরিবেশে আইজেএফ ফ্যামিলি ডে–২০২৬ অনুষ্ঠিত
dailybangla
10th Jan 2026 8:38 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: সদস্য ও তাদের পরিবারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সাভারের গোলাপ গ্রামে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো আইজেএফ ফ্যামিলি ডে–২০২৬। সকাল ৮টায় জাতীয় প্রেসক্লাব থেকে সদস্যরা নির্ধারিত যানবাহনে গন্তব্যে রওনা হন।
আয়োজক কমিটির তত্ত্বাবধানে যাতায়াত, খাবার, বিনোদনমূলক কার্যক্রম ও র্যাফেল ড্র সব সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। কুপন ব্যবস্থাপনার মাধ্যমে সকালের নাস্তা ও দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়।
অংশগ্রহণকারীরা জানিয়েছেন, দীর্ঘদিন পর এমন আয়োজন সংগঠনের ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করেছে, এবং শিশুদের অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেছে। আয়োজকরা অনুষ্ঠানের সাফল্যে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বিআলো/তুরাগ



