• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আন্তর্জাতিক উৎসবের আগেই আলোচনায় ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ 

     dailybangla 
    06th Dec 2025 7:31 pm  |  অনলাইন সংস্করণ

    বিনোদন ডেস্ক: বাংলাদেশ ও পাঁচ দেশের যৌথ সহায়তায় নির্মিত রুবাইয়াত হোসেনের নতুন সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ গোপনে শুটিং শেষ করে পা রাখছে আন্তর্জাতিক মঞ্চে। এশিয়া থেকে একমাত্র চলচ্চিত্র হিসেবে এটি জায়গা পেয়েছে ফ্রান্সের মর্যাদাপূর্ণ লেজ আকস ফিল্ম ফেস্টিভ্যালের ওয়ার্ক ইন প্রগ্রেস বিভাগে।

    রুবাইয়াত হোসেন দীর্ঘ দুই দশকের অপেক্ষার পর অবশেষে ক্যামেরাবন্দি করেছেন নিজের ড্রিম প্রজেক্ট ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।

    বাংলাদেশ, ফ্রান্স, জার্মানি, নরওয়ে ও পর্তুগালের সম্মিলিত অনুদানে নির্মিত এই সিনেমার শুটিং গোপনে শেষ হয়েছে কয়েক মাস আগে। শুটিং-পরবর্তী কাজ চলছে বর্তমানে ফ্রান্সে, এরপর বাকি অংশ হবে লিসবনে, যেখানে ভিডিও ইফেক্টসহ বেশ কিছু বড় প্রযুক্তিগত কাজ সম্পন্ন হবে।

    চলচ্চিত্রটিতে একসঙ্গে অভিনয় করেছেন তিন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী- আজমেরী হক বাঁধন, সুনেরাহ বিনতে কামাল ও রিকিতা নন্দিনী শিমু। প্রথমবারের মতো তাঁদের একই ফ্রেমে পাওয়া গেলেও, সিনেমা নিয়ে এখনই কথা বলতে নারাজ তাঁরা। পরিচালক জানান, গোপনীয়তা রক্ষা করতে শুটিংয়ের সময় কোনো প্রচার করা হয়নি।

    রুবাইয়াত আরও জানান, তাঁর সিনেমার কেন্দ্রীয় চরিত্রে এবার নতুন এক মুখ- জাইনীন করিম। সহকারী পরিচালক থেকে প্রধান চরিত্রে নেওয়া জাইনীনকে তিনি ‘ঝুঁকি নিয়ে হলেও প্রাপ্য জায়গা দেওয়ার প্রত্যয়’ বলে উল্লেখ করেন।

    ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর গল্প আবর্তিত হয়েছে বিয়ে, মেকআপ ও একটি বিউটি পারলারকে ঘিরে। সামাজিক বাস্তবতা ও নারীর অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হয়েছে হরর ঘরানার নতুন পরীক্ষা- যা রুবাইয়াতের চলচ্চিত্রজীবনে প্রথম। পরিচালক বলেন, নারীদের গল্প বলা তাঁর দায়বদ্ধতা, আর সমাজের চারপাশের অভিজ্ঞতাই তাঁর গল্পের উপাদান।

    সিনেমাটি ইতোমধ্যে জার্মান ওয়ার্ল্ড সিনেমা ফান্ড, পর্তুগালের ফিল্ম ইনস্টিটিউট, ইউইমেজেসসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহায়তা পেয়েছে। নির্মাতা জানান, সিনেমার বাজেট তুলনামূলক বড় হলেও সে বিষয়ে তিনি এখনও মন্তব্য করতে রাজি নন।

    আগামী ১৩ ডিসেম্বর শুরু হওয়া লেজ আকস ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটি প্রদর্শনের জন্য প্রস্তুত। বিশ্বের নামকরা বিক্রয় এজেন্ট ও প্রযোজকদের অংশগ্রহণে সমৃদ্ধ এই আয়োজন বহু চলচ্চিত্রকে কান, ভেনিস ও লোকার্নোর মতো উৎসবে পৌঁছে দিয়েছে।

    রুবাইয়াতের আশা- এই প্ল্যাটফর্ম দিয়ে বাংলা ভাষার সিনেমা আরও আন্তর্জাতিক পরিসরে প্রবেশ করবে।

    তবে দর্শকদের অপেক্ষা বাড়তে পারে। পরিচালক জানিয়েছেন, সব কাজ শেষ হয়ে বিভিন্ন আন্তর্জাতিক উৎসব ঘুরে দেশে মুক্তি পেতে সময় লাগবে আরও বেশ কিছু মাস।

    বিআলো/শিলি

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031