• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আন্তর্জাতিক চাপের অভাবেই ইসরাইলের নির্বিচার হামলা বাড়ছে: এরদোগান 

     dailybangla 
    26th Nov 2025 9:27 am  |  অনলাইন সংস্করণ

    আর্ন্তজাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান অভিযোগ করেছেন, আন্তর্জাতিক মহলের কার্যকর চাপের অভাবেই ইসরাইল ফিলিস্তিনি নারী-শিশুদের ওপর ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে।

    মঙ্গলবার (২৫ নভেম্বর) আঙ্কারায় ‘নারীর প্রতি সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতাকালে এ অভিযোগ করেন তুর্কি প্রেসিডেন্ট।

    এরদোগান বলেন, ইসরাইলি আগ্রাসনের সবচেয়ে বড় শিকার নারী ও শিশুরা। গাজায় ইসরাইলের হামলায় এখন পর্যন্ত ২০ হাজারেরও বেশি শিশু নিহত হয়েছে বলে উল্লেখ করেন তিনি। নিহতদের দুই-তৃতীয়াংশই নারী ও শিশু, যা তাকে গভীরভাবে নাড়া দিয়েছে বলেও জানান।

    তিনি আরও বলেন, ফিলিস্তিনি নারীদের ওপর চলমান এই সহিংসতাকে উপেক্ষা করা মানবিক বিবেকের জন্য অপমানজনক। ইসরাইলের ওপর যথাযথ আন্তর্জাতিক চাপ প্রয়োগ করা হয়নি, আর এ ব্যর্থতাই পরিস্থিতিকে আরও জটিল ও দীর্ঘস্থায়ী করেছে।

    এরদোগান মন্তব্য করেন, গাজার নারীরা জানেন এই ভয়াবহ বাস্তবতা বিশ্ব বিবেককে কীভাবে আঘাত করছে। পাশাপাশি তিনি পুঁজিবাদী ব্যবস্থায় উপেক্ষিত নারী অধিকার নিয়েও আক্ষেপ প্রকাশ করেন এবং নারীর মর্যাদা ও জীবন রক্ষায় দৃঢ় আন্তর্জাতিক পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930