• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আন্তর্জাতিক মঞ্চে এমআইএসটি: Formula Student China 2025-এ MIST BLITZ-এর গৌরবোজ্জ্বল সাফল্য 

     dailybangla 
    16th Oct 2025 7:00 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) Formula Student দল “MIST BLITZ” চীনের ঝোংঝোতে অনুষ্ঠিত “Formula Student China 2025” প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলাদেশের জন্য নিয়ে এসেছে এক অনন্য গৌরব।

    বিশ্বের ৭৬টি আন্তর্জাতিক দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে MIST BLITZ অর্জন করেছে “Leading Convey Award” (সেরা বিদেশি দল) এবং “Best Presentation Performance Award”। পাশাপাশি “Business Plan Presentation” বিভাগে চতুর্থ স্থান অর্জন করে তারা—যা একটি নবগঠিত দলের জন্য অসাধারণ সাফল্য।

    ২০২৪ সালের এপ্রিলে গঠিত ৩১ সদস্যের দলটি এমআইএসটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের সমন্বয়ে তৈরি করেছে তাদের প্রথম Formula-style রেস কার “Furiosa 1.0”। গাড়িটি সফলভাবে সব টেকনিক্যাল ইনস্পেকশন উত্তীর্ণ হয়ে endurance ট্র্যাকে দুই ল্যাপ সম্পন্ন করে—যা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের যুগান্তকারী অর্জন।

    বিচারকরা দলের উদ্ভাবনী ও সাশ্রয়ী ডিজাইন, স্থানীয়ভাবে উৎপাদনযোগ্য উপকরণ ব্যবহারের সক্ষমতা এবং পেশাদার উপস্থাপনার জন্য MIST BLITZ দলের ভূয়সী প্রশংসা করেন।

    এ উপলক্ষে এমআইএসটির কমান্ড্যান্ট বলেন, MIST BLITZ প্রমাণ করেছে যে, আমাদের তরুণ প্রকৌশলীরা বিশ্বমানের প্রতিযোগিতায় অংশ নেওয়ার মতো সৃজনশীলতা, জ্ঞান ও দক্ষতা অর্জন করেছে।

    প্রায় ৩০০ কেজি ওজনের গাড়িটি চীনে পরিবহনের মতো বড় লজিস্টিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও, বাংলাদেশ দূতাবাস (বেইজিং) এবং স্থানীয় স্পনসরদের সহায়তায় দলটি সব বাধা অতিক্রম করে এই ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031