আপনারা দিপুর পাশে থাকবেন: আফরোজা আব্বাস
নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বলেছেন, “দিপু আঠারো বছর আপনাদের ছেড়ে যায়নি। সে সব সময় আপনাদের পাশে ছিল। আমরা সুখে-দুঃখে আপনাদের সঙ্গে ছিলাম। আপনারাও দিপুর পাশে থাকবেন—এটুকুই তার চাওয়া। দিপু আপনাদের কাছে টাকা-পয়সা চায় না। আপনাদের সমর্থনই তার শক্তি, আপনারাই দিপুর অস্ত্র।”
বুধবার (১৪ জানুয়ারি) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভায় বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আফরোজা আব্বাস বলেন, “আমি হঠাৎ করেই এখানে আসার সিদ্ধান্ত নিই। দিপুকে ফোন দিলে সে আমাকে ছাড়বেই না—এটা জানতাম। তাই এখানে চলে এলাম। এখন নির্বাচনী আবহ তৈরি হয়ে গেছে। আমি এখনো আমার স্বামী মির্জা আব্বাসের প্রচারণায় নামিনি। কিন্তু আমার দেবর দিপুর জন্য এখানে এসেছি। দিপু মির্জা আব্বাসের ছোট ভাই।”
তিনি আরও বলেন, “গত বছরও আমি এখানে এসেছিলাম। তখন এখানে একটি শিশু ধর্ষণের শিকার হয়েছিল। তখন আমার চেয়ারম্যান বলেছিলেন—আপনি সেখানে যান, আর দিপু যেন আপনার পাশে থাকে। চেয়ারম্যান দিপুকে খুব পছন্দ করেন এবং তার ওপর আস্থা রাখেন।”
দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরে আফরোজা আব্বাস বলেন, “আমরা টানা আঠারো বছর ঘরে থাকতে পারিনি। হামলা, মামলা, গুম ও খুনের শিকার হয়েছি। আমার স্বামী ও আমার দেবররা কারাবরণ করেছেন। এসব অন্যায়ের জবাব আমরা আগামী ১২ তারিখ ব্যালটের মাধ্যমে দেব।”
অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিআলো/তুরাগ



