আপসহীনতার মূর্ত প্রতীকে পরিণত হয়েছিলেন খালেদা জিয়া: কে এম মাজহারুল ইসলাম জোসেফ
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা কে এম মাজহারুল ইসলাম জোসেফ বলেছেন, শেখ মুজিবুর রহমান সাংবাদিকদের কণ্ঠ চেপে ধরেছিলেন। তার ঘনিষ্ঠ চারটি পত্রিকা ছাড়া সব পত্রিকা বন্ধ করে দিয়ে তিনি গণমাধ্যমের স্বাধীনতা হরণ করেছিলেন। অথচ স্বাধীন বাংলাদেশের গণমাধ্যমের প্রকৃত স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
রোববার (১১ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কার্যালয়ে আয়োজিত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া আপসহীনতার এক মূর্ত প্রতীকে পরিণত হয়েছিলেন। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনামলে অমানবিক জুলুম ও নির্যাতনের মুখেও তিনি ইস্পাত-কঠিন দৃঢ়তায় বাংলাদেশের মানুষের মুক্তির সংগ্রাম অব্যাহত রেখেছিলেন। তার এই অবিচল নেতৃত্ব ইতিহাসে চির অম্লান হয়ে থাকবে।
নারায়ণগঞ্জ সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের প্রধান উপদেষ্টা হিসেবে বক্তব্য রাখতে গিয়ে কে এম মাজহারুল ইসলাম জোসেফ বলেন, জুলুমের সময়ে অটল নেতৃত্বই ছিল খালেদা জিয়ার পরিচয়। তার আপসহীন মানসিকতা ও কোনো অন্যায়ের সঙ্গে আপস না করার শপথ থেকেই এ জাতি ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে পথ হারায়নি। তিনি ছিলেন বাংলাদেশের জন্য, শেষ পর্যন্ত তিনি বাংলাদেশের হয়েই থেকে গেছেন।
সমিতির সভাপতি সানাউল করিম শিপলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা মোহাম্মদ রবি হোসেন, দৈনিক আজকের নীরবাংলার সম্পাদক ও প্রকাশক এস এম ইমদাদুল হক মিলন, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সদস্য সচিব এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ এবং স্বদেশ টিভির চেয়ারম্যান দৌলত হোসেন আবির।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সমিতির সহ-সভাপতি হাফেজ রাহাদ হোসেন। দোয়া শেষে উপস্থিত সবার মাঝে তাবারক বিতরণ করা হয়।
বিআলো/তুরাগ



