আপিলে প্রার্থিতা ফিরে পেলেন চাঁদপুর-২ এ লেবার পার্টির নাসিমা নাজনীন সরকার
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল শুনানিতে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী নাসিমা নাজনীন সরকারের প্রার্থিতা পুনর্বহাল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন মিলনায়তনে অনুষ্ঠিত আপিল শুনানির চতুর্থ দিনে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত দেয়। সকাল ১০টা থেকে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৪টা পর্যন্ত চলা শুনানিতে মোট ৭০টি আপিলের নিষ্পত্তি করে ইসি।
এদিন ইসি ৫৩টি আপিল মঞ্জুর করে, ফলে ৫৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান। অপরদিকে ১৭টি আপিল নামঞ্জুর হয়। এর মধ্যে বৈধ প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে করা দুটি আপিলও খারিজ করা হয়। ফলে মোট ১৫ জনের প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল থাকে।
ইসির সিদ্ধান্ত অনুযায়ী, চাঁদপুর-২ আসনে বাংলাদেশ লেবার পার্টির মনোনীত প্রার্থী নাসিমা নাজনীন সরকারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এর মাধ্যমে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ ফিরে পেলেন।
উল্লেখ্য, এর আগে গত ২৮ ডিসেম্বর চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আহমেদ মো. নাজমুল ইসলামের কাছে চাঁদপুর-২ আসনে বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী হিসেবে নাসিমা নাজনীন সরকার তার মনোনয়নপত্র দাখিল করেছিলেন। আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পাওয়ায় তাঁর নির্বাচনী কার্যক্রম নতুন করে গতি পাবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক মহল।
বিআলো/তুরাগ



