আবারও পেছাল সাগর-রুনি মামলার প্রতিবেদন
dailybangla
30th Nov 2025 3:48 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: ঢাকার একটি আদালত সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ জানুয়ারি দিন ধার্য করেছে। এটি মামলার তদন্ত সংস্থার ১২২তম দাখিল।
মিরপুর মডেল থানার আদালতের কর্মকর্তা উপ-পরিদর্শক রফিকুল ইসলাম রাসেল জানান, ৩০ নভেম্বর প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন ছিল, কিন্তু তদন্ত সংস্থা সময়মতো প্রতিবেদন দাখিল করতে পারেনি।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি পশ্চিম রাজাবাজারে তাদের বাসায় হত্যাকাণ্ড সংঘটিত হয়। হাইকোর্ট র্যাবকে তদন্ত থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে কাজের দায়িত্ব দিয়েছে। তবে নির্ধারিত সময় শেষ হলেও তদন্ত চলমান থাকায় রাষ্ট্রপক্ষ অতিরিক্ত নয় মাস সময় চেয়েছে।
বিআলো/শিলি



