আবুল সরকারকে গ্রেফতার মানে আমাকে গ্রেফতার করা: ফরহাদ মজহার
নিজস্ব প্রতিবেদক: বাউলশিল্পী আবুল সরকারকে গ্রেফতারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বিশিষ্ট চিন্তক ও কবি ফরহাদ মজহার বলেছেন, “আবুল সরকারকে গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা।” সোমবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে শিল্পীর মুক্তির দাবিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ মন্তব্য করেন তিনি। সমাবেশটি আয়োজন করে সাধু গুরুভক্ত ও অলি-আওলিয়া আশেকান পরিষদ।
ফরহাদ মজহার বলেন, আবুল সরকার বিভিন্ন আন্দোলনে শুরু থেকেই তাদের সঙ্গে যুক্ত ছিলেন। শহীদ মিনারের অনুষ্ঠান থেকে শুরু করে প্রায় সব প্রতিবাদসভায় তিনি পাশে থেকেছেন। তাই তাকে গ্রেফতার করা ব্যক্তিগতভাবেও আঘাত বলেও মন্তব্য করেন তিনি।
গণঅভ্যুত্থানের পর ব্যক্তির অধিকার, মর্যাদা ও মতপ্রকাশের স্বাধীনতা হরণ করা হচ্ছে দাবি করে ফরহাদ মজহার বলেন, অতীতে সেক্যুলার জাতীয়তাবাদী ফ্যাসিস্ট শক্তির উত্থান যেমন দেখেছি, এখন তেমনই ধর্মীয় ফ্যাসিজমের উত্থান দেখা যাচ্ছে। মাজার ভাঙার ঘটনাকে তিনি ‘ধর্মীয় ফ্যাসিজমের সূচনা’ হিসেবে অভিহিত করেন।
তিনি আরও বলেন, সরকারের জনগণের প্রতি প্রতিশ্রুতি রক্ষা করতে হলে ব্যক্তির অধিকার, সাংস্কৃতিক স্বাধীনতা ও কথা বলার স্বাধীনতা নিশ্চিত করতে হবে। আবুল সরকারকে গ্রেফতারের ঘটনা সেই প্রতিশ্রুতির সম্পূর্ণ বিপরীত বলে তিনি মন্তব্য করেন।
সমাবেশে অন্য বক্তারাও আবুল সরকারের বিরুদ্ধে করা মামলাকে ‘মিথ্যা মামলা’ আখ্যা দিয়ে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি বাউল সম্প্রদায়ের ওপর হামলাকারীদের বিচারেরও দাবি তোলেন।
গত বৃহস্পতিবার মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক গানের আসরে ‘ইসলাম ও আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে’ আবুল সরকারকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠায়। ঘটনার প্রতিবাদে রোববার সকালে শহরের বাসস্ট্যান্ড এলাকায় বাউল ভক্তদের মানববন্ধন চলার সময় তৌহিদী জনতার বিক্ষোভের সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পাশে বাউলভক্তদের ওপর হামলা চালানো হয়।
বিআলো/এফএইচএস



