আমতলীতে রাতের আঁধারে ব্যবসায়ীকে হামলা করে টাকা ছিনতাই
সাজ্জাদ শরীফ, আমতলী (বরগুনা): বরগুনার আমতলী পৌর শহরের একে স্কুল সড়কের ওষুধ ব্যবসায়ী মোঃ সোবাহান খলিফাকে হাবিব খাঁন ও তার লোকজন হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে এক লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত সোবাহানকে স্থানীয়রা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। শনিবার বিকেলে তিনি আমতলী থানায় অভিযোগ দিয়েছেন।
জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে ওয়াবদা এলাকায় বাড়ি ফেরার পথে ফায়ার সার্ভিস এলাকায় পৌছার মাত্রই হাবিব খাঁনের নেতৃত্বে ৬-৭ জন সন্ত্রাসী তাকে হামলা করে গুরুতর আহত করে এবং সঙ্গে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নেয়। স্থানীয়দের সাহায্যে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
আহত সোবাহান খলিফা বলেন, “ফার্মেসি বন্ধ করে বাড়ি যাচ্ছিলাম। হঠাৎ পেছন থেকে হামলা করে তারা আমার সঙ্গে থাকা টাকা নিয়ে পালিয়ে যায়। মাথা ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়েছে।”
অভিযোগের বিষয়টি নিয়ে হাবিব খাঁন বলেন, তিনি সোবাহানকে মারধর করার বা টাকা নেওয়ার কথা অস্বীকার করেন। তিনি দাবি করেন, গত বুধবার সোবাহান নিজেই তাকে দোকানে আটকে মারধর করেছিলেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মাসুম বিল্লাহ জানিয়েছেন, আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে।
আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, “অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিক তদন্তের পর এ বিষয়ে মামলা নেওয়া হবে।”
বিআলো/শিলি



