আমতলীতে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে জহিরুল সিকদার হত্যাকাণ্ডের ঘটনায় মূল পরিকল্পনাকারীকে আসামি না করতে বাদীকে পুলিশ কর্মকর্তা হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। নিহতের স্ত্রী নুপুর বেগম অভিযোগ করেন, আমতলী থানার ওসি (তদন্ত) সাইদুর রহমান তাকে হত্যার মূল পরিকল্পনাকারী ফারুক হোসেন জাকিরকে আসামি না করতে চাপ দেন এবং পাঁচ লাখ টাকায় রফাদফারের প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়।
জানা গেছে, জমি বিরোধকে কেন্দ্র করে গত শনিবার (১০ জানুয়ারি) জহিরুল সিকদারকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় পুলিশ মুনসুর সিকদার ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠালেও অভিযোগ থাকা সত্ত্বেও ফারুক হোসেন জাকিরকে আসামি করা হয়নি। তিনি বর্তমানে পলাতক। হত্যার মূল পরিকল্পনাকারীকে আসামি করা ও অভিযুক্ত পুলিশ কর্মকর্তার শাস্তির দাবিতে সোমবার এলাকাবাসী মানববন্ধন করেন। অভিযোগ অস্বীকার করে আমতলী থানার ওসি (তদন্ত) বলেন, তদন্তে অন্য কেউ জড়িত প্রমাণিত হলে তাকেও আসামি করা হবে। বরগুনার পুলিশ সুপার জানান, বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিআলো/আমিনা



