আমাজনের নতুন পরিকল্পনা: মানবকর্মীর জায়গায় রোবট
dailybangla
08th Nov 2025 6:05 pm | অনলাইন সংস্করণ
বিআলো ডেস্ক: আগামী এক দশকে ৫ লাখের বেশি মানবকর্মীর পরিবর্তে রোবট ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের ই-কমার্স জায়ান্ট আমাজন। দ্য নিউইয়র্ক টাইমস- এর তথ্যে বলা হয়েছে, রোবোটিক অটোমেশন ব্যবহারে কোম্পানিটি ২০৩৩ সালের মধ্যে কর্মী না বাড়িয়েই বিক্রি দ্বিগুণ করতে পারবে।
তবে আমাজন এই তথ্য অস্বীকার করেছে। মুখপাত্র কেলি ন্যান্টেল বলেন, “এটি কিছু অভ্যন্তরীণ দলের অসম্পূর্ণ নথি। বাস্তবে আমাজন যুক্তরাষ্ট্রজুড়ে নতুন চাকরি তৈরি করছে।”
বর্তমানে প্রতিষ্ঠানটির গুদাম নেটওয়ার্কে প্রায় ১৫ লাখ মানবকর্মীর সঙ্গে কাজ করছে ১০ লাখ রোবট- যারা তিন চতুর্থাংশ ডেলিভারি সম্পন্ন করে।
শিল্পবিশ্লেষকদের মতে, আমাজনের এই রোবট–নির্ভর মডেল ভবিষ্যতের খুচরা বাণিজ্যে বড় পরিবর্তন আনতে পারে, যেখানে মানবশ্রমের ভূমিকা ক্রমেই কমে আসবে।
বিআলো/শিলি



