আমাদের এক হয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে হবেঃ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম
নিজস্ব প্রতিবেদকঃ বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, স্বৈরাচারী হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তার দোসররা এখনও দেশে থেকে যাচ্ছে। তারা নানা ষড়যন্ত্র করে দেশের পরিবেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এখন আমাদের এক হয়ে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে এবং সহযোগিতা করতে হবে।
বিশেষ করে, প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত গ্রহণযোগ্য একজন ব্যক্তি। আমরা তার উপর আস্থা রাখতে চাই এবং তাকে সর্বাত্মক সহযোগিতা করতে চাই।
তিনি গতকাল বৃহস্পতিবার রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত তারুণ্যের কণ্ঠে প্রতিরোধের এক মাস গণহত্যার বিরুদ্ধে সমাবেশ শীর্ষক বিশেষ সমাবেশে এসব কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন শওকত আজিজ। আরও উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আবির মিনহাজ, কে.জি সেলিম, জিসান গুলজার, দপ্তর সম্পাদক মুহাম্মদ আজিজুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক মো. সাইফুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মো. তানভীর সপ্নীল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাবলো পিকাসো হালদারসহ আরও অনেকে। তরুণ নেতৃত্বের এই অংশগ্রহণ ও মতামত প্রদানের মাধ্যমে সমাবেশটি বিশেষ গুরুত্ব লাভ করে।
তিনি বলেন, আমাদের যেন আর রক্ত দিতে না হয়। আমরা প্রস্তুত, কিন্তু দেশের জন্য আর রক্ত দিতে চাই না। এখন সময় ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করার।’ আব্দুস সালাম আন্তর্জাতিক সহযোগী সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান, ‘স্বৈরাচারী হাসিনা সরকারের সময়ে করা ঋণগুলোর কিস্তি পরিশোধের সময়সীমা বৃদ্ধি করার জন্য আমরা অনুরোধ করছি। এতে করে দেশের উন্নয়ন কার্যক্রম সহজতর হবে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব হবে।
তরুণদের উদ্দেশে তিনি বলেন, পুলিশ দেশের একটি গুরুত্বপূর্ণ বাহিনী। কিন্তু স্বৈরাচারের হাতিয়ার হিসেবে তাদের ব্যবহার করে জনগণের প্রতিপক্ষ বানানো হয়েছে। আমরা আগেই পুলিশকে সতর্ক করেছিলাম যে, স্বৈরাচারীরা পালিয়ে গেলে আপনাদের সঙ্গে নেবে না। আপনাদের এদেশেই জনগণের সঙ্গে থাকতে হবে। জনগণের ভাষা বুঝুন এবং গণতন্ত্রের পথে কাজ করুন। পুলিশকে সহযোগিতা করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে।
বিআলো/তুরাগ



