আমড়া বিক্রি করে সাবলম্বী মোঃ আব্দুর রাজ্জাক

আমড়া বিক্রি করে সাবলম্বী মোঃ আব্দুর রাজ্জাক

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জ প্রতিনিধি: এক যুগের অধিক সময় ধরে সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী গ্রামের মোঃ আব্দুর রাজ্জাক সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী হাটপাঙ্গাসী বাজারসহ আশ পাশের বেশ কয়েকটি বাজারের অলি- গলিতে আমড়া বিক্রি করে আসছে।

ক্রেতাদের আকৃষ্ট করতে মধুর সুরে একটু পর পর এই আমড়া আছে, আমড়া, ভালো মানের আমড়া বলে ডাকতে থাকে। সরেজমিনে হাটপাঙ্গাসী বাজারে ঐ আমড়া বিক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, এই একই বাজারে প্রায় দীর্ঘ পাঁচ বছরের অধিক সময় ধরে আমড়া বিক্রি করছি। আর আমি প্রায় বারো বছর ধরে এ ব্যবসায় জড়িত। 

তিনি আরো বলেন যে, তার সংসারের যাবতীয় চাহিদা মেটাচ্ছেন এই আমড়া বিক্রি করেই। সকাল ৮থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিভিন্ন বাজারে দেখা মিলে তার সাথে। শনিবার, মঙ্গলবার উপজেলার হাটপাঙ্গাসী এবং শুক্রবার, সোমবার গ্রামপাঙ্গাসী বাজারে হাট জমে তাই কেনা-বেচাও বেশ ভালো।

এসব দিনে ৮শত থেকে ১হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়। অন্য দিনগুলোতে ৪শত থেকে ৫শত টাকা হয়। রোদ বৃষ্টি উপক্ষো করে আমড়া বিক্রির আয় দিয়েই তার সংসার ভালোভাবেই চলছে বলে তিনি জানায়। কেউ কেউ এ ব্যবসা করে ছেলে মেয়ের লেখাপড়ার খরচও চালিয়ে নিচ্ছেন। 

পাঙ্গাসী বাজারের আমড়া কিনতে আসা ক্রেতা জহুরুল ইসলাম বলেন, দীর্ঘ বছর ধরে প্রতিদিন সাত সকালে হাটপাঙ্গাসী বাজারে আসলেই আমড়া বিক্রেতা আব্দুর রাজ্জাকের সঙ্গে দেখা মিলে। আমড়া বিক্রেতা আব্দুর রাজ্জাকের অক্লান্ত পরিশ্রম দেখে এখন অনেকেই আমড়া বিক্রি করার জন্য উৎসাহিত হচ্ছেন।

বিআলো/শিলি