• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নিরাপত্তাকর্মীদের হামলার প্রতিবাদে চাকরিচ্যুত কর্মকর্তাদের সংবাদ সম্মেলন 

     dailybangla 
    11th Aug 2025 10:08 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৫৪৭ জন চাকরিচ্যুত কর্মকর্তা ব্যাংক কর্তৃপক্ষের মদতে নিরাপত্তাকর্মীদের বিনা উসকানিতে বেধড়ক পিটুনির অভিযোগ এনে প্রতিবাদ জানিয়েছেন।

    রবিবার (১০ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ তোলেন।

    লিখিত বক্তব্যে জানানো হয়, গত ৭ আগস্ট বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলাকালে প্রায় অর্ধশত নিরাপত্তাকর্মী লাঠিসোটা নিয়ে আন্দোলনকারীদের উপর হামলা চালায়। এতে অন্তত ২০ জন গুরুতর আহত হন এবং একজন নারী আন্দোলনকারী অজ্ঞান হয়ে পড়েন। বক্তারা বলেন, উল্টো ব্যাংক কর্তৃপক্ষ আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে।

    তাদের দাবি, ঘটনার দিন ব্যাংকের এইচআরডি প্রধান আমির হোসেন পাশের সুরমা টাওয়ার থেকে নেমে আন্দোলনকারীদের উদ্দেশে কটূক্তি করেন। প্রতিবাদ জানালে তার নির্দেশে নিরাপত্তাকর্মীরা সংঘবদ্ধ হয়ে হামলা চালায়।

    চাকরিচ্যুত কর্মকর্তারা জানান, ২০২৫ সালের ২০ জুলাই পৃথক ই-মেইলের মাধ্যমে তাদের চাকরি বাতিল করা হয়। ২৮ জুলাই থেকে তারা শান্তিপূর্ণভাবে প্রধান কার্যালয়ের সামনে অবস্থান করছেন। ব্যাংক কর্তৃপক্ষ দাবি করেছে, ২০২১ সাল থেকে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ছিল। তবে চাকরিচ্যুতদের অভিযোগ, সেই সময় নিয়োগ প্রক্রিয়া তত্ত্বাবধান করেছিলেন কেডিএস গ্রুপের এমডি সেলিম রহমানের ব্যক্তিগত সচিব সাহেদ জামিল এবং তা যথাযথভাবে সম্পন্ন হয়েছিল।

    সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বর্তমান পর্ষদ সুশাসন আনার পরিবর্তে দুর্নীতি ও অনিয়মে জড়িয়ে পড়েছে। গত এক বছরে নিয়ম বহির্ভূতভাবে প্রায় দুই শতাধিক নির্বাহী ও কর্মকর্তা নিয়োগ দিয়ে ঘুষের মাধ্যমে শত কোটি টাকা আয় করা হয়েছে। একই সঙ্গে কয়েকটি প্রতিষ্ঠানের ৮৭৫ কোটি টাকার ঋণ স্বল্প সুদে পুনঃতফসিল করায় ব্যাংকের প্রায় ৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

    সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম, আরিফা খাতুন, ফরহাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তারেক হোসেনসহ চাকরিচ্যুত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930